Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁওয়ে আ’লীগের স্বাধীনতা বিরোধী রাজাকারদের স্বীকৃতি দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ৭:৪০ পিএম

আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৩ বছর পর স্বাধীনতা বিরোধী রাজাকারদের স্বীকৃতি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাম। তার এ বক্তব্যে স্থানীয় আওয়ামীলীগে নতুন করে বির্তক সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামীলীগের প্রয়াত নেতাকর্মীদের মরোনোত্তর সম্মাননা প্রদানকে কেন্দ্র করে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, মনোয়ারা চৌধুরী নামে উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা পদে এক নারীকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। অথচ তার রাজনৈতিক জীবনের দীর্ঘ ৩৫ বছরে কখনো কোন দিন এই নামে উপজেলা মহিলা সম্পাদিকা ছিলেন না বলে জানান।

এদিকে আওয়ামীলীগের এ নেতার বক্তব্যের পাল্টা মন্তব্য করেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া। তিনি বলেন, বিতর্কিত কর্মকান্ডের কারনে সোনারগাঁও আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালামকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তাকে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দাওয়াত করা হয়নি। স্বেচ্ছায় অংশগ্রহণ করে বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন, তার এ বিতর্কিত বক্তব্য অব্যহত থাকলে আওয়ামীলীগের কোন অনুষ্ঠানে না আসার জন্য বলেছেন।
অন্যদিকে মাহফুজুর রহমান কালামের দাবী, স্থানীয় আওয়ামীলীগ থেকে মরনোত্তর সম্মাননা প্রাপ্ত মনোয়ারা চৌধুরী উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা পদে কখনই ছিলেন না। স্বাধীনতা পরবর্তী সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ মজিবুর রহমান। ওই কমিটিতে মহিলা সম্পাদিকা ছিলেন সাবিকুন নাহার পরী।
এদিকে বাবার নামে মরনোত্তর সম্মাননা প্রত্যাক্ষান করেছেন প্রয়াত আওয়ামীলীগ নেতা শেখ আবু জাহেরের ছেলে উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামুল হক বিদ্যুৎ। তার দাবী যাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে। তাদের পরিবারের সদস্যরাই জানে না। এজন্য তিনি ক্ষোভ প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আওয়ামীলীগ নেতা বলেন, ভবিষ্যৎ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরুর মা মনোয়ারা চৌধুরীকে এ বির্তকিত সম্মাননা দেওয়া হয়েছে।
এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরুর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়ার দাবী স্বাধীনতার পূর্বের কমিটিতে উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা পদে ছিলেন মনোয়ারা চৌধুরী। তখন কালাম ছিলেন না। বিতর্কিত কর্মকান্ডের কারনে তাকে বহিস্কার করা হয়েছে। এখন তিনি নানা ভাবে দলে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে তিনি দাবী করেন।
উল্লেখ্য আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলা অওয়ামী লীগ প্রয়াত ৭৫ জন নেতাকর্মীকে মরনোত্তার সম্মাননা প্রদান করা হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ সকল শহীদ ও প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ