Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে আওয়ামী লীগের ৭৩ বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত -উপস্থিতির দৈন্যতায় নানা প্রশ্নের উদ্রেক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ৬:৪৯ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। এ-উপলক্ষ্যে শহরের পাবলিক লাইব্রেরী মাঠ বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে আলোচনায় অংশ গ্রহন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাবেক এমপি এথিন রাখাইন, সালাহ উদ্দিন আহমদ সিআইপি, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, এড. রন্জিত দাশ, রেজাউল করিম, মাহবুবুল হক মুকুল, এড. তাপশ রক্ষিত, সাবেক ছাত্র লীগ সভাপতি কাউন্সিলর এমএ মন্জুর ও যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর।
আলোচনা সভার আগে শ' দুয়েক কর্মী মিছিল সহকারে সভাস্থলে যোগদান করেন। বিষয়টি শ্রুতাদের নানা প্রশ্নের উদ্রেক করেছে।
সভাস্থলে অনেককে বলতে শুনা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় কক্সবাজারে হাজার হাজার কোটি টাকার ৭০ টির মত মেগা প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে। আন্তর্জাতিক বিমানবন্দর, আসছে শত বছরের প্রতিক্ষিত রেল লাইন, কক্সবাজার শহর হতে যাচ্ছে আধুনিক পর্যটন শহর।
কিন্তু আওয়ামী লীগের ৭৩ বছর পূর্তির সভায় নেতা-কর্মীদের উপস্থিতির এত দৈন্যতা বড়ই প্রশ্নবোদক বলে তারা মনে করেন। অথচ শহর আওয়ামী লীগের কমিটির সদস্যও রয়েছে আলোচনা সভায় উপস্থিতির কমপক্ষে তিনগুণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ