Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার সহ বরিশালে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ৬:২৯ পিএম

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার সহ এ মাহেন্দ্রক্ষনকে স্মরনীয় করে রাখতে বরিশালে ৩ দিনব্যাপী নানামুখি অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। শণিবার সকাল ১০ প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান বরিশাল শিল্পকলা একাডেমিতে উপস্থিত অতিথিবৃন্দের সামনে সরাসরি সম্প্রচার ছাড়াও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সন্ধায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আঁতশবাজি ও লেজার শো প্রদর্শন করা হবে। রাত ৮টায় একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

রোববার মহানগরীর গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থান সমুহে বাউল গান পরিবেশন করবেন শিল্পীরা। জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী চিত্রাংকন, কবিতা আবৃত্তি, লোক সংগীত, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সন্ধায় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

এছাড়া সোমবারেও নগরী যুড়ে ট্রাকে করে বাউল গান পরিবেশন ছাড়াও সন্ধায় শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।

বরিশালে বিভাগীয় কমিশনার সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাগন এসব অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করবেন বলে জানা গেছে। ২৩-৬-২০২২.



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ