Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈমানদারদের জন্য ঈদে মিলাদুন্নবী (দ) বড় নেয়ামত -অধ্যক্ষ সৈয়্যদ নুরুল মোনাওয়ার

রাউজান উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম


ফটিকছড়ি ধর্মপুর দায়মোল্লাহ তালুকদার স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ) ও ফাতেহা এ ইয়াজদাহম উদ্যাপন উপলক্ষে বিশাল সুন্নী সম্মেলন ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গহিরা এফ কে জামেউল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ পীরে কামেল হযরতুহাজ্ব আল্লামা সৈয়দ নুরুল মোনাওয়ার (ম,জি,আ)।
শেরে বাংলা ইসলামিক সাংস্কৃতিক ফোরামের অর্থসচিব শায়ের মৌলানা বাহাউদ্দিন কাদেরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রানীরহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা আবুল কালাম বায়ানী। প্রধান বক্তা ছিলেন আল্লামা আবুল কাসেম নুরীর বড় সাহেবজাদা হযরত মাওলানা আবুননুর মোহাম্মদ হাছান বিন নুরী। এতে উপস্থিত ছিলেন হযরত মাওলানা ওমর ফারুক আজমী, মাওলানা আজিজুল হক মুনিরী, মাওলানা হাফেজ লোকমান, মাওলানা মোহাম্মদ হাছান, শায়ের মো. মনির উদ্দীন কাদেরী, মাওলানা নেজাম উদ্দীন, জামাল পাশা,(কন্ট্রাক্টর) মোহাম্মদ ইসমাইল,এম আবু আহমদ,মাহমুদুল হক,সাইদুর রহমান, পেয়ারু সহ তালুকদার স্মৃতি সংসদের সকল কর্মকর্তাবৃন্দ।
উক্ত সুন্নী সম্মেলনে বক্তারা বলেন জশনে ঈদে মিলাদুন্নবী (দ) পালন ও গাউছে পাকেকে স্বরণ করা প্রত্যেক ঈমানদার সুন্নী মুসলমানের জন্য বড় নেয়ামতের কাজ। তারা বলেন ঈদে মিলাদুন্নবী (দ) হচ্ছে ঈমানের অংশ আর ফাতেহা ইয়াজদাহম হল সুন্নীয়তের অংশ। পাশাপাশি হক হালালের মাধ্যমে জীবন যাপন করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে। তাহলে ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা ইয়াজদাহম যথার্থ হবে।



 

Show all comments
  • এম,আবু আহমেদ ২৪ নভেম্বর, ২০১৬, ৩:১৬ পিএম says : 0
    সংবাদটি প্রচার করার জন্য অসংখ্য ধন্যবাদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ