Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

হঠাৎ বাড়ল চিড়ার দাম

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ১০:২৫ এএম

সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল এখন বন্যা কবলিত। ওইসব এলাকায় শুকনো খাবার হিসাবে চিড়ার চাহিদা সবচেয়ে বেশি। এই সুযোগ নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চিড়ার দাম অস্বাভাবিক বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত তিন-চার দিনের ব্যবধানে প্রতি কেজি চিড়ায় সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

জানা গেছে, সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। আর এখানকার বানভাসি মানুষের খাবার হিসেবে চিড়া সরবরাহ দেওয়া হচ্ছে। এ কারণে পণ্যটির দাম দফায় দফায় অস্বাভাবিক বেড়েছে। তিন-চার দিনের ব্যবধানে বাজারভেদে পণ্যটির দাম কেজিপ্রতি ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে।

পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ী দীন ইসলাম বলেন, তিন-চার দিন আগেও প্রতি ৫০ কেজি ওজনের এক বস্তা চিড়ার দাম ছিল দুই হাজার টাকা। এ হিসাবে প্রতি কেজির দাম পড়ে ৪০ টাকা। বুধবার তা বিক্রি হয়েছে ২ হাজার ৭৫০ টাকায়। এ হিসাবে প্রতিকেজির দাম পড়ে ৫৫ টাকা। অর্থাৎ পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিড়ার দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত।

এ বাজারের মুদিদোকানি সাইফুল ইসলাম বলেন, তিন-চার দিন আগেও তিনি প্রতি কেজি চিড়া ৪৫ টাকায় বিক্রি করেছিলেন। গতকাল তা ৬০ টাকায় বিক্রি করছেন। সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দেওয়ায় অনেকেই সেখানে চিড়াসহ বিভিন্ন শুকনো খাবার পাঠাচ্ছেন। এ কারণে বাজারে চিড়ার সংকট তৈরি হওয়ায় দাম বেড়েছে বলে তিনি মন্তব্য করেন।

রাজধানীর কারওয়ান বাজারের মেসার্স সুমী এন্টারপ্রাইজের মালিক আহমেদ হোসেন জানান, বাজারে হঠাৎ করে চিড়ার সংকট তৈরি হয়েছে। আগে তিনি এক বস্তা ৫০ কেজির চিড়া কিনেছেন দুই ৫০০ টাকায় কিনেছিলেন। গতকাল বুধবার তা তিন হাজার টাকায় কিনেছেন। তাদের বাজারে দুই দিনের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত।

বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও যারা পণ্যের দাম অস্বাভাবিক বাড়িয়ে বিক্রি করছেন তাঁদের অসাধু ব্যবসায়ী আখ্যা দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ক্যাবের সাধারণ সম্পাদক হ‌মায়ুন কবীর ভূঁইয়া এসব অসাধু ব্যবসায়ীর কঠোর শাস্তি দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ