বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট আবাসিক এলাকা থেকে গত সোমবার রাতে হ্যান্ডকাফসহ মাদক ব্যবসায়ী ইসমাইল মোল্লাকে পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীর স্বজনরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে কিছু লোকের মধ্যস্থতায় শুধু হ্যান্ডকাফ ফিরে পায় পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজৈর থানার এসআই সদানন্দ সোমবার রাত ৯টার দিকে টেকেরহাট আলহেরা মহিলা মাদ্রাসার সামনে থেকে মাদক ব্যবসায়ী ইসমাইল মোল্লাকে আটক করে। এ সময় তার কাছে কোনো মাদক না পেলেও এসআই সদানন্দ ইসমাইলকে হাতে হ্যান্ডকাফ লাগিয়ে রাজৈরের উদ্দেশ্যে রওনা হয়।
তিনি আবাসিক এলাকার সেলিম ডাক্তারের বাড়ির কাছে এলে ইসমাইলের লোকজন এসআইকে লাঞ্ছিত করে ইসমাইলকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন সেখানে এসে ভিড় করে। এসআই সদানন্দ ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য কিছু লোকের সাথে মধ্যস্থতা করে তাদের কাছে হ্যান্ডকাফের চাবি তুলে দেয়। পরে তারা শুধু হ্যান্ডকাফ এসআই সদানন্দকে ফিরিয়ে দেয়।
এ ব্যাপারে রাজৈর থানার এসআই সদানন্দের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, মোবাইলে এসব ব্যাপারে কিছু বলা যাবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।