বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের চিরিরবন্দরে মহানবী (সা.) সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্য ও ছবি শেয়ারের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটক দু›জন হলেন- চিরিরবন্দরের ভুষিরবন্দর এ চৌরঙ্গী বটতলা গ্রামের মৃত যতীন্দ্রনাথ রায়ের ছেলে শ্রীকান্ত রায়। সে একজন স্বর্ণকার। আরেকজন হল মানিক বিশ্বাস। সে অতুল বিশ্বাসের ছেলে। সে একটি চুলের ফ্যাক্টরি শ্রমিক।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ জানান, গত মঙ্গলবার বিকেলে চিরিরবন্দরের ভুষিরবন্দর বাজার থেকে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর বিষয় শেয়ার করার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে তুলে দেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।