Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা একসঙ্গে আছি, সুখে আছি-ওমর সানি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ১২:০২ এএম

তারকা দম্পতি মৌসুমী-ওমর সানির সাংসারিক জীবন নিয়ে বেশ তোলপাড় হয়েছিল। তাদের সংসার ভেঙ্গে যাচ্ছে, এমন আশঙ্কা অনেকেই করেছিলেন। বিশেষ করে জায়েদ খানের সঙ্গে ওমর সানির দ্বন্দ্বের জেরে জায়েদের পক্ষে মৌসুমীর বক্তব্য দেয়া এই আশঙ্কাকের আরও গভীর করে তোলে। তার আগে ওমর সানি তার সংসার ভাঙার জন্য জায়েদকে দায়ী করে শিল্পী সমিতিতে লিখিত আভিযোগও করেন। তখন থেকেই মৌসুমী ও তার মধ্যে টানাপড়েনের বিষয়টি স্পষ্ট হয়। তারপর অনেক নাটকীয়তার পর গত ১৬ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ওমর সানি পরিবারসহ খাবার খাওয়ার একটি ছবি ফেসবুকে শেয়ার করেন। ছবিতে ক টেবিলে বসে খাবার খাচ্ছেন মৌসুমী ও ওমর সানি। সঙ্গে তাদের ছেলে ফারদিনসহ পরিবারের অন্য সদস্যরাও। ছবির ক্যাপশনে ওমর সানি লেখেন, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। এদিকে জানা গেছে, মৌসুমী ও ওমর সানির সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে। তাদের মধ্যে এখন কথাবার্তা চলছে। একই সঙ্গে তারা বসছেন, বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছেন। গত সোমবার এক অডিও বার্তায় ওমর সানি বলেন, কিছুদিন যাবৎ দেখছি গণমাধ্যমে আমার আগের দেওয়া বক্তব্য থেকে কিছু কিছু অংশ কেটে বাদ দিয়ে আপনারা অনেকে প্রিয়দর্শিনী মৌসুমী ও আমাকে নিয়ে বাজে বাজে কথা প্রচার করছেন। শুধু তাই-ই নয়, আমার আর মৌসুমীকে নিয়ে নিজের মতো করে সংলাপ বানিয়ে কেউ কেউ তা প্রচার করছেন। এটি বিভ্রান্তিকর কাজ। এগুলো বাদ দেন। এগুলো থেকে অবশ্যই দূরে থাকুন। তিনি আরও বলেন, আপনারা কি জানেন, আমাদের মধ্যে যে সমস্যা ছিল, তা সবার দোয়া ও ভালোবাসায় মিটে গেছে। আমরা এখন একই ছাদের নিচে আছি, আমরা একসঙ্গে আছি, এক ঘরেই আছি। আমি, মৌসুমী, ছেলেমেয়ে ফারদিন, ফাইজা ও আমার ছেলের বউ আয়েশা, আমরা একসঙ্গে আছি। ভালো আছি, সুখে আছি আমরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ