Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন গানের অর্থ দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবেন মনির খান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ১২:০২ এএম

শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান সিলেটের বন্যাদুর্গতদের পাশে নতুন গান গেয়ে এবং তা থেকে প্রাপ্ত অর্থসহ ব্যক্তিগত সহায়তা যুক্ত করে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। গত মঙ্গলবার ‘দুঃখ রাখার জায়গা’ শিরোনামে নতুন গানটি তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। এই গান থেকে প্রাপ্ত অর্থের সঙ্গে ব্যক্তিগতভাবে অর্থ প্রদানের মাধ্যমে সিলেট অঞ্চলে বানভাসিদের পাশে দাঁড়াবেন তিনি। গানটি লিখেছেন ও সুর করেছেন গীতিকার মিল্টন খন্দকার। এর সঙ্গীতায়োজন করেছেন বিনোদ রায়। মনির খান তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, সম্প্রতি ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে গোটা সিলেট বিভাগের মানুষ পানিবন্দী অবস্থায় দুর্বিষহ জীবন-যাপন করছে। বানভাসি মানুষদের এই দৃশ্য বিভিন্ন মাধ্যমে দেখে আমার হৃদয়ে ভীষণভাবে নাড়া দিয়েছে। আমি অত্যন্ত আবেগ আপ্লুত ও মর্মাহত হয়েছি। আমার সাধ্যমতো তাদের পাশে দাঁড়াবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ