Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যার্তদের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ১২:০২ এএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে বানভাসিদের পাশে ত্রাণ ও নগদ অর্থ বন্টন করা হয়েছে। গতকাল শিল্পী সমিতির একটি প্রতিনিধি দল সিলেটের গোয়াইন ঘাট, লক্ষীনগর, মেওয়ার কান্তি এলাকায় ২৫০০ পরিবারের হাতে খাবার, পানি ও নগদ টাকা তুলে দিয়েছেন। এই প্রতিনিধি দলে রয়েছেন রিয়াজ, সাইমন, নিপূণ ও জেসমিন। তারা নৌকা-ট্রলারযোগে শুকনো খাবার, সুপেয় পানি আর নগদ টাকা বিতরণ করেছেন। তারা জানান, তারা এই কাজটি করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ব্যানারে। সমিতির সহ সাধারণ স¤পাদক সাইমন সাদিক বলেন, সবাই মিলে বানভাসিদের পাশে থাকার বিকল্প নেই। আমরা এসেছি আমাদের মতো করে। আহ্বান করবো, যার যেমন সাধ্য আছে, তা নিয়ে অসহায় মানুষগুলোর পাশে একটু দাঁড়ান। নিপুণ বলেন, এই বিপদের দিনে তাদের পাশে থাকা দরকার। তাই চলে এসেছি। এখানে আমরা আড়াই হাজার পরিবারকে ত্রাণ ও নগদ টাকা দিচ্ছি শিল্পী সমিতির পক্ষ থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ