Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা শরনার্থী শিবিরে সঙ্গীতশিল্পী তাহসান

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০২২, ১২:০৪ এএম

গত সোমবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর শুভেচ্ছাদূত হিসেবে তিনি এই পরিদর্শনে যান। গত সোমবার ছিল বিশ্ব শরণার্থী দিবস। দিনটি উপলক্ষে রোহিঙ্গা ক্যা¤প পরিদর্শনে করেন তাহসান। সেখানে রোহিঙ্গা শরণার্থী, বেশ কয়েকজন রোহিঙ্গা শিল্পী ও চিত্রগ্রাহকের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়াও উখিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তাহসান। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজের একটি গান গেয়ে শোনান এই তারকা। তাহসান বলেন, বিশ্বের শরণার্থী ও বাস্তুচ্যুত ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিতের অংশ হিসেবে রোহিঙ্গা সংকটেও কাজ করছে ইউএনএইচসিআর। রোহিঙ্গা শরণার্থীরাও বাড়ি ফিরতে চায়। তাদের অধিকারের বাস্তবায়ন চায়। তারা নিজেদের দেশ ও নিজের ভাষাগত ও সংস্কৃতির ঐতিহ্য লালনে আগ্রহী। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দিতে ইউএনএইচসিআরের বিভিন্ন কার্যক্রমে যুক্ত হন তাহসান। ২০২১ সালে তাকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেয় ইউএনএইচসিআর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ