Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী ২৪ ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণাসহ ছয় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ৬:৪৭ পিএম

আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অপরদিকে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।

আগামী ২৪ ঘন্টায় শরীয়তপুর ও মাদারীপুর জেলার নি¤œাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
আগামী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা. বগুড়া ও জামালপুর জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।
আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের তিস্তা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল।
এদিকে ব্রক্ষ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল আছে, যমুনা ও গঙ্গা পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে কুশিয়ারা ও তিতাস ছাড়া সকল প্রধান নদ-নদীর পানি সমতল কমছে।
আবহাওয়া সংস্থাসমূহের মডেলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী ৪৮ ঘন্টায় দেশের অভ্যন্তরে এবং উজানের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভবনা কমবে। ব্রক্ষ্মপুত্র-যমুনা ও দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ ও নদীর (তিতাস ছাড়া) পানি সমতল কমতে পারে। বৃদ্ধি পেতে পারে গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল।
দেশের ১০৯ টি পর্যবেক্ষণাধীন পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৬১ টির, হ্রাস পেয়েছে ৪৭ টির, অপরিবর্তিত রয়েছে ১ টির, বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ২১ টির এবং বিপদসীমার উপরে নদীর সংখ্যা ১১ টি এবং বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১৩ টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ