Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্দলীয় নির্বাচন না হওয়াতে নির্বাচনী প্রক্রিয়া কলুষিত হচ্ছে ড. বদিউল আলম মজুমদার

দিরাই উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সু-শাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্দলীয় নির্বাচন না হওয়াতে নির্বাচনী প্রক্রিয়া কুলষিত হচ্ছে, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে যে পরিমাণ রক্তারক্তি হয়েছে, তাতে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করেছে, যা সরকারের দেউলিয়াত্বের প্রমাণ। আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ও সর্বক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচনের জন্য আন্দোলন করে আসছি। নির্বাচন কমিশন নির্দলীয়ভাবে জেলা পরিষদ নির্বাচনের তফশীল ঘোষণা করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেওয়া হচ্ছে, যা স্থানীয় সরকার নির্বাচনের জন্য গ্রহণযোগ্য নয়। গতকাল বুধবার সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিনযুক্ত লবণ বিষয়ে তৃণমূলে প্রচারাভিযান প্রকল্পের অবহিতকরণসভা শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, ভাইস চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, ছবি চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সদস্য সচিব জিয়াউর রহমান লিটন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ