বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাভারে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরতর আহত যুবক ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশ বুধবার তার লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে।
নিহত শামীম হোসেন (৩২) ভাকুর্তার ফিরিঙ্গাকান্দা গ্রামের রহম আলীর ছেলে।
জানাগেছে, সোমবার পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া ও হাতাহাতি হয় ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গি কান্দা গ্রামের রহম আলীর পুত্র শামীম হোসেন ও তার চাচা রমজান আলীর সাথে। এক পর্যায়ে রমজান আলীর পক্ষ নিয়ে প্রতিবেশী হাবিবুর রহমান হাবিব লাঠি দিয়ে শামীম হোসেনের মাথায় আঘাত করে। ফলে শামীমের মাথা থেকে রক্তক্ষরন না হয়ে মাথা ফুলে গিয়ে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।