বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা চেম্বার অব কমার্সের ৪০৩ জন সদস্যের নবায়ণের প্রায় সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চেম্বারে বরখাস্তকৃত সদস্য কর্মকর্তা ইমরান হোসেন মিঠুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এস আই টিপু সুলতান তাকে অভিযুক্ত করে খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র জমা দেন। সেখানে ২২ জনকে স্বাক্ষী করা হয়েছে।
চেম্বার সূত্রে জানা গেছে, চেম্বার অব কমার্সের সদস্যপদ নবায়ণ ও নতুন সদস্য অন্তর্ভুক্তির নামে ৪০৩ জন ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ ৫৫ হাজার ৭৫০ টাকা আত্মসাৎ করে পালিয়ে যান মিঠু। গত জুলাই মাসে টাকা আত্মসাতের ঘটনা প্রকাশ পেলে চেম্বারের পরিচালনা পর্ষদ তদন্ত কমিটি গঠন করে এবং ইমরান হোসেন মিঠুকে চাকরিচ্যুত করে। গত ২২ সেপ্টেম্বর টাকা আত্মসাতের ঘটনায় মিঠুর বিরুদ্ধে মামলা করেছিলেন চেম্বারের যুগ্ম-সচিব বশির-উল হক। মামলার তদন্ত কর্মকর্তা এস আই টিপু সুলতান জানান, তদন্তে ইমরান হোসেন মিঠুর বিরুদ্ধে সদস্যদের ৬ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। এজন্য ৪০৬ ও ৪২০ ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।