Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নালায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা চসিক মেয়র

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ১২:০০ এএম

পানিবদ্ধতার জন্য নগরবাসীর অসচেতনতাও দায়ী উল্লেখ করে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, এখন থেকে যার বাসাবাড়ির সামনে নর্দমায় ময়লা পাওয়া যাবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আইন অনুযায়ী সংশ্লিষ্টদের জেল জরিমানার হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি। গতকাল মঙ্গলবার নগরীর বাকলিয়া, চন্দনপুরাসহ কয়েকটি এলাকায় পানিবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, সিডিএ পানিবদ্ধতার মেগা প্রকল্প বাস্তবায়নে খাল ও মাটি ভরাট করা হয়েছে। অনেকগুলো বাঁধ অপসারণ করা হলেও কিছু কিছু অংশে বাঁধ ও মাটির স্তুপ রয়ে গেছে, এটাই বাস্তবতা। এখানে কোন প্রতিষ্ঠান কর্তৃক কাউকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। দুর্যোগ দুর্বিপাক যে কারণেই হোক না কেন আমাদের উচিত যার যার অবস্থান থেকে সমন্বয়ের মাধ্যমে তা মোকাবেলা করা। উল্লেখ্য, টানা বৃষ্টিতে পানিবদ্ধতায় খোদ মেয়রের বাড়িতেও হাঁটুপানি জমে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ