বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অবৈধ বসতি স্থাপন বন্ধে চট্টগ্রামের পাহাড়গুলোতে কাঁটাতারের বেড়া দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাহাড় ব্যবস্থাপনা কমিটি। গতকাল মঙ্গলবার কমিটির ২৪তম সভায় এ সিদ্ধান্তের কথা জানান বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। পাহাড়ে বসবাসকারীদের তালিকা করে তাদের আশ্রয়ন প্রকল্পগুলোতে ঘর দেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। গত কয়েকদিনের বৃষ্টিপাতে নগরীতে তিনটি পাহাড় ধসে পাঁচজনের প্রাণহানির পর ব্যবস্থাপনা কমিটির সভা থেকে পাহাড়ে অবৈধ স্থাপনা পুরোপুরি উচ্ছেদের ঘোষণাও আসে।
বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. মাসুদ কামালের সঞ্চালনায় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পরিবেশ অধিদফতরের পরিচালক হিল্লোল বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী শাব্বির ইকবাল, চট্টগ্রাম সেনা নিবাসের মেজর ফারুক মেহেদী, বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্ণেল আহমেদ জামিল, সিটি কর্পোরেশনের সচিব খালেদ মাহমুদ, রেলওয়ের সিইও সুজন চৌধুরী, সিএমপির ডিসি (পশ্চিম) আব্দুল ওয়ারিশ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) কবীর আহম্মেদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।