Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যার কারণে ডাকাতি বেড়ে যাওয়ার আশঙ্কা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ১২:০১ এএম

ডাকাতদের অপতৎপরতা কমাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ দেশের বিভিন্ন এলাকার ডাকাত দলের সরদারদের গ্রেফতার করেছে। পাশাপাশি এ বিষয়ে পুলিশ খুব তৎপর হওয়ায় রাজধানীতে কমে গেছে ডাকাতির ঘটনা। তবে, দেশের বিভিন্ন এলাকায় বন্যা হওয়া ও বর্ষাকাল ঘিরে আবারো ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে উত্তরখানের একটি বাসায় ডাকাতির ঘটনার আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ আশঙ্কা প্রকাশ করেন।
ডিবি প্রধান বলেন, ডাকাতরা এখন অনেক কৌশলী হয়ে গেছে। তারা জানে আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের সন্ধান পেয়ে যাবো। তাই তারা কোনো ডিভাইস ব্যবহার করে না। তবে আমরাও বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের গ্রেপ্তার করছি। তবে সামনে যেহেতু বর্ষাকাল ও বন্যা হচ্ছে, এতে আরো ডাকাতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এ ব্যাপারে আমরা সচেষ্ট আছি। তিনি বলেন, বাসে ডাকাতি হওয়াকে কেন্দ্র করে আমরা প্রচুর ডাকাত গ্রেফতার করেছি। এর ফলে গত মে মাসে ডাকাতির কোনো মামলা হয়নি এবং বাসে ডাকাতির ঘটনাও দেখা যায়নি।

উত্তরখানের ডাকাতির ঘটনার বিষয়ে অতিরিক্ত কমিশনার বলেন, গত এপ্রিল মাসে রাজধানীর উত্তরখান এলাকায় একটি বাসায় ডাকাতি হয়েছিল। এ ঘটনায় ডাকাত দলটি ওই বাসা থেকে ৩ লাখ ৩১ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মোট ৮ লাখ ৩৭ হাজার ৭৫০ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বাসার মালিক মো. আহসান উদ্দিন বাদী হয়ে উত্তরখান থানায় একটি মামলা করেন। মামলা হওয়ার পর ডিবি উত্তরা বিভাগ তদন্ত শুরু করে। এক পর্যায়ে গত সোমবার গাজীপুরের নোয়াগাঁও থেকে এই ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জাকির হোসেন, মো. সবুজ, মো. ওমর ও মো. ওসমান গনি স্বপ্ন। গ্রেফতারে সময় তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, নগদ ১৪ হাজার টাকা, একটি চাপাতি, দুটি লিভার, দুইটি সেলাই রেঞ্জ, একটি স্ক্রু ডাইভার ও একটি চাকু জব্দ করা হয়। তাদের সবার বাড়ি দক্ষিণবঙ্গে। তারা ঢাকার আশপাশে ডাকাতি করে পালিয়ে যেত। উত্তরখানের মামলা ছাড়াও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। বাস ডাকাতির বিভিন্ন ঘটনায় কতজন গ্রেফতার হয়েছে এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, এখন পর্যন্ত শতাধিক ডাকাত গ্রেফতার করা হয়েছে। এরপর এমনও দেখা গেছে সারাদিন ফুডপান্ডায় ডেলিভারি করে বা ভ্যান চালায়। আর রাতে ডাকাতি করে বেড়ায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ