Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে পৃথক ঘটনায় প্রাণ গেল দুইজনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ১২:০১ এএম

রাজধানীতে পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার যুবক জসিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল ভোরে তাকে উদ্ধার করে পুলিশ ঢামেক হাসপাতালে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টায় ১০০ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান। ওই যুবককে উদ্ধার করে নিয়ে আসা পুলিশ কনস্টেবল এরশাদ বলেন, ভোরে আমি ডিউটি করছিলাম। জরুরি বিভাগের প্রধান গেটে কে বা কারা এই যুবককে আহত অবস্থায় ফেলে যায়। পরে আমি তাকে জরুরি বিভাগে নিয়ে ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টায় সে মারা যায়। এখনো তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকায় মোছা. মুন্নি আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে লাশটি উদ্ধার করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ