বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম পটিয়া আল জামিয়া ইসলামিয়া জমিরিয়া মাদরাসার মহাপরিচালক ও আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব প্রথিতযশা আলেমে দ্বীন মুফতি আবদুল হালিম বোখারী (৭৭) গতকাল মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে ইসলামী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে এ্যাজমা ও হৃদরোগে ভুগছিলেন। আল্লামা আবদুল হালিম বোখারী লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের মাওলানা মরহুম আবদুল গণির ছেলে। গতকাল রাত ১০টায় মাদরাসার মাঠে নামাজে জানাযা শেষে মরহুমের লাশ মাদরাসারস্থ আজিজিয়া করবস্থানে দাফন করা হয়। এর আগে গত সোমবার তার শারীরিক অবস্থা খারাপ দেখা দিলে তাকে সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি কওমী মাদরাসা শিক্ষাবোর্ড হায়াতুল ওলাইয়া স্থায়ী কমিটির সদস্য, হেফাজত ইসলাম বাংলাদেশের উপদেষ্টা, সাতকানিয়া আনজুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব, তাহফিজুল কোরান সংস্থার সভাপতি, শাহ জালাল ইসলামী ব্যাংকের সুপারভাইজারী শরীয়া বোর্ডের সভাপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপ‚র্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।
আল্লামা আবদুল হালিম বোখারীর ইন্তেকালে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইসহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। গতকাল মঙ্গলাবর বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকারম চত্বরে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সেক্রেটারী মুফতি আ ফ ম আকরাম হুসাইনের উদ্যোগে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে মুনাজাত পরিচালনা করেন, হযরত হাফেজ্জী হুজুর (রহ.) প্রতিষ্ঠিত জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদরাসা ঢাকার সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাজেদুর রহমান ফয়েজী। মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি আমানুল্লাহ বসন্তপুরী, মুফতি জাকির বিল্লাহ ও মুফতি রফিকুল ইসলাম বিন্নুরী ও হাফেজ আব্দুল আলীম।
মরহুম আব্দুল হালীম বোখারীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এক শোক বার্তায় ধর্ম প্রতিমন্ত্রী মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। যেসব নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন তারা হচ্ছেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব ও মহাসচিব অধ্যাপক আব্দুল করিম,পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির প্রিন্সিপাল মিজানুর রহমান চৌধুরী, আল্লামা শেখ মুহাম্মদ ইয়াহিয়া, মহাসচিব আল্লামা সাজেদুর রহমান, নায়েবে আমির সরোয়ার কামাল আজিজি, সালাহ উদ্দিন নানুপুরী, আতাউল্লাহ হাফেজ্জী, পটিয়া জিরি আল জামিয়া আরবিয়্যাতুল ইসলামিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা মুহাম্মদ খোবাইব, মাওলানা আনোয়ার হোসেন রব্বানী, খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল মাওলানা মো. ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, আমিন, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন,সিনিয়র সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক,সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসূফী,মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রশিদ মজুমদা,অধ্যাপক এহশাম সারওয়া, মুফতি জিয়াউল হক মজুমদা ও মহাসচিব মুফতি মুহাম্মদ আব্দুল কাইয়ূম, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান ও মহাসচিব মুফতি মো. রফিকুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ,কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হক, খাদেমুল ইসলাম বাংলাদেশের বিভাগীয় জিম্মাদার ও গওহরডাঙ্গা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফরিদ আহমাদ, খাদেমুল ইসলাম বাংলাদেশের সেক্রেটারির জেনারেল মাওলানা ঝিনাত আলী, কওমি মঞ্চের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ তাসনীম, ছদর সাহেব (রহ.) পৌত্র মুফতি উসামা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি মুজিবুর রহমান, নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক, শায়খুল হাদিস মাওলানা ড.খলিলুর রহমান, মাওলানা নওফল আহমদ , মাওলানা মাহবুবুর রহমান নড়াইলিী, মাওলানা মুমিনুল ইসলাম, আমির হোসেন হিরা, মাওলানা ফারুক আহমদ ও মাওলানা এমদাদ হোসেন। এদিকে, ফেনী জেলা সংবাদদাতা জানান, এদিকে আবদুল হালীম বোখারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল কাওমীয়াহ ও বেফাকুল মাদারিসীল কাওমীয়াহ বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, ফেনী জেলা তানজিমুল মাদারিসীল কাওমীয়ার সভাপতি, দারুল উলুম আল-হোসাইনিয়া ওলামা বাজার মাদরাসার মুহতামিম আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব সাহেব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।