Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় হিন্দু শিক্ষকের মহানবীকে নিয়ে কটূক্তির বিচারের দাবীতে মিছিল সমাবেশ

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১০:১৬ পিএম

ভারতে রাসূল (সঃ) কে নিয়ে কটূক্তির রেশ কাটতে না কাটতে পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার স্বর্ণকারের রাসূল (সঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফুঁসে উঠেছে তৌহিদী জনতা। শিক্ষক অশোক কুমারের অপসারণ ও বিচারের দাবীতে মঙ্গলবার মাগরিব নামাজ বাদ উপজেলার দধিভাঙ্গা বাজারে সহস্রাধিক তৌহিদী জনতা বিশাল মিছিল ও সমাবেশ করে। অশোক কুমার স্বর্ণকার উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৬৯নং দধিভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা যায়, গত ১৪ জুন মঙ্গলবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এক বৈঠকে তিনি মহানবীকে নিয়ে কটূক্তি করেন। বৈঠকে উপস্থিত দধিভাঙ্গা বাজারে অবস্থিত হলতা-কুমিমারা ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের সত্ত্বাধিকারী তৌহিদ নেওয়াজ তারিক কটূক্তির সত্যতা নিশ্চিত করে জানান, বৈঠকে উপস্থিত সবাই তার কটূক্তির তাৎক্ষনিক প্রতিবাদ জানান।

কটূক্তির কোন বিচার না হওয়ায় তৌহিদি জনতা আজ মঙ্গলবার মাগরিব বাদ মিছিল সমাবেশ করেছে। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ মো. মিজান, সিয়াম খান ও লাভলু সিকদার প্রমুখ।

পরে থানা অফিসার ইনচার্জ মুহা. নরুল ইসলাম বাদল ও টিকিকাটা ইউপি চেয়ারম্যান মো. রিপন জমাদ্দার উপস্থিত হয়ে অশোক কুমার স্বর্ণকারের উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে তৌহিদী জনতাকে শান্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ