রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জামালপুরের ইসলামপুরে মার্কসিটের জন্য ছাত্রের নিকট সাতশ’ টাকা দাবি করা হয়। সেই টাকা না দেওয়ায় ছাত্রকে চপেটাঘাতের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার ফারাজীপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজে।
ফারাজীপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের উচ্চ মাধ্যমিক ব্যবসায় ব্যবস্থাপনা (বি.এম) শাখার এইচএসসি পাশ করা ছাত্র মো. সিদ্দিকুর রহমান সোহানের অভিযোগ গত ১৮ জুন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের জন্য এইচএসসি পরীক্ষার মার্কসিট উত্তোলন করতে কলেজে আসে। সে সময় কলেজের অধ্যক্ষের সহধর্মিনী প্রভাষক সাহিদা খাতুন সেই মার্কসিট উত্তোলন করার জন্য ছাত্র সোহানের নিকট ৭শ’ টাকা দাবি করেন। সেই টাকা সোহান দিতে অপরাগতা প্রকাশ করলে প্রভাষক সাহিদা খাতুন উত্তেজিত হয়ে সোহানের গালে কষে থাপ্পড় বসিয়ে দেয়। আরও অভিযোগ রয়েছে বিগত করোনার অতিমারীর সময় কলেজের বিভিন্ন শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হবে মর্মে জনপ্রতি ১৫শ’ টাকা উৎকোচ নেওয়া হয়েছে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আ. ছালাম জানান, আগে ছাত্রটি ভাল ছিল। পাশ করার পর বেশি বেড়েছে। ঘটনার বিষয়ে তিনি বলেন, সোহানের গালে চর মেরেছে শুনেছি। পরে টাকা ছাড়াই মার্কসিট দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।