রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু খবর পাওয়া গেছে। এ ছাড়া জামালপুরের ইসলামপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শারমিন খাতুন (১০) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আটুয়া বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আটুয়া গ্রামের শামীম হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী ছিলো।
ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা জানান, পানিতে ডুবে আরিফা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার সকালে জামালপুরের ইসলামপুর উপজেলার পশ্চিম বামনা ঘোনাপাড়া গ্রামের আলম মিয়ার শিশু কন্যা আরিফা বাড়ির পাশে জলাশয়ে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুুবে মারা যায়। চিনাডুলী ইউপি চেয়ারম্যান আ. ছালাম ঘটনার সততা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।