রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বগুড়া গাবতলীর ২নং সোনারায় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে সকল নাগরিক সেবা প্রদান ও কার্যক্রম পরিচালনা করার দাবিতে গত সোমবার বিকালে আটাপাড়া বাজারে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। সোনারায় ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দ ও ইউপি সদস্যদের আয়োজনে ইউপি সদস্য পেস্তা মন্ডলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য জহুরুল ইসলাম, জুলফিকার আলী শ্যামল, মহিদুল ইসলাম, আলেক উদ্দিন কালু, রঞ্জু মিয়া, রাজা মন্ডল, সাবেক ইউপি সদস্য সাহাদত হোসেন গামা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু হায়াত সুইট, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক আরিফুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক হোসেন আলী, ভূক্তভোগী সিয়াম আহম্মেদ রনি, বুলি বেগম প্রমুখ।
বক্তাগণ বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব সকল কার্যক্রম নিজ বাড়ি থেকে করছে। এমনকি তিনি বিভিন্ন (নাগরিক সেবা) গৃহিতার নিকট থেকে অতিরিক্ত ফি আদায় করছে। এতে করে সাধারন জনগণ নানাভাবে হয়রানী স্বীকার ও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এজন্য আটাপাড়াস্থ ইউপি কার্যালয় থেকে সকল কার্যক্রম পরিচালনা করার জন্য এবং জন্ম নিবন্ধন, ট্রেড লাইন্সেস, মৃত্যু সনদ ও বিভিন্ন ফি সরকারী নির্ধারিত টাকায় নেয়া ও ইউপি ভবন থেকে সকল কার্যক্রম পরিচালনার করার জোর দাবি জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।