Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভবন হলেই হবে না, শিক্ষার মান বাড়াতে হবে

মাদরাসা ভবন উদ্বোধনকালে মোস্তাফিজার রহমান এমপি

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ১২:০২ এএম

পার্বতীপুরে দেউল বাঘাচড়া দ্বি-মুখী দাখিল মাদরাসার চারতলা একাডেমি ভবন উদ্ধোধন করা হয়। গত সোমবার দুপুরে শিক্ষ প্রতিষ্ঠানের একাডেমি ভবন উদ্ধোধন করেন প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজার রহমান এমপি।
প্রধান অতিথি একাডেমি ভবন উদ্বোধনকালে বলেন, ৪তলা বিশিষ্ট্য ভবন হলেও হবেনা, শিক্ষার মান বাড়াতে হবে, শিক্ষাথীদের প্রতি সু-নজর রাখতে হবে, শিক্ষায় শিক্ষত করে গড়ে তুলতে হবে, মেধা মননশীল গড়ে তোলার শিক্ষকদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন। উপস্থিত ছিলেন, বেলাইচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান কৃষিবিদ নুর মোহাম্মদ রাজা, ভবানীপুর কামিল মাদরাসার অধ্যক্ষ হাসান মাসুদ পার্বতীপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মো. রাজ্জাক আলী সরদার, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ ফজির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাদেকুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শিক্ষক শিক্ষার্থী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ