Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয় ছেড়ে লেখালিখিতে মালাইকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ১২:০২ এএম

অভিনেত্রী মালাইকার ফিটনেস নিয়ে আলাদা করে কিছু বলার নেই। প্রায় ৫০ তাঁর বয়স! আর তাতেই লাবণ্য ও সৌন্দর্য যেন উপচে পড়ছে তাঁর। প্রায়শই তিনি জিম থেকে ফেরার পথে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন। তাঁর মতে, সুস্থ থাকতে হলে, নিজেকে সবসময় ফিট রাখতে হবে। এবার অভিনেত্রী জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। অভিনেত্রী মালাইকা অরোরা তাঁর প্রথম বই রচনার মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ করছেন। ইতিমধ্যেই পুষ্টির উপর তাঁর রচিত প্রথম বই লঞ্চ হতে প্রস্তুত। আর এই বইতে নায়িকা তাঁর পাঠকদের উদ্দেশ্যে সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাবারে গভীরভাবে ডুব দেওয়ার পরামর্শ দিয়েছেন।
সঠিক খাওয়া এবং সামগ্রিক সুস্থতার মধ্যে সম্পর্ক, খাদ্য বঞ্চনা সম্পর্কিত চ্যালেঞ্জগুলি এবং ফিটনেস বজায় রাখতে পুষ্টিগত দিকে কী কী পরিকল্পনা করতে হবে, সবটাই উল্লেখ রয়েছে। মালাইকা তাঁর বই প্রসঙ্গে বলেছেন, ‘আমার লক্ষ্য সর্বদা স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে সমস্ত ধারণাকে সহজতর করা। বইটি আমাদের বৃহত্তর মানুষের মধ্যে অন্তর্দৃষ্টি ভাগ করে নিতে সাহায্য করবে। আমি ব্যক্তিগতভাবে আমাদের শরীরের ব্যাপক সুস্থতায় বিশ্বাস করি। শুধুমাত্র একটিতে মনোনিবেশ করে, অন্যটিকে সমর্থন করার জন্যে নয়। আমি ব্যক্তিগতভাবেও নিজের শরীরকে ফিট রাখতে পছন্দ করি।’
তবে এই বইটির প্রকাশনার তারিখ বা প্রকাশকের নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে প্রকল্পটির প্রতিষ্ঠাতা, দ্য সানফ্লাওয়ার সিডস-এর এবং সিইও প্রীতি চতুর্বেদী। এই প্রসঙ্গে এলএপি ভেঞ্চার্স-এর প্রতিষ্ঠাতা পল্লবী বর্মণ বলেছেন, ’আমরা মালাইকার সাহিত্য প্রচারের জন্য দ্য সানফ্লাওয়ার সিডস-এর অংশীদার হতে পেরে আনন্দিত। মালাইকা অরোরা ভেঞ্চার্স যে স্বাস্থ্য, ফিটনেস এবং সুস্থতার উপর ফোকাস করেছে তারই একটি স¤প্রসারণ এই বইটি। একজন লেখক হিসাবে তাঁর উদ্দেশ্য একই মূল্যবোধ দ্বারা পরিচালিত হবে। যা তিনি একজন উদ্যোক্তা হিসাবে বিশ্বাস করেন।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ