Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজ ঘরে কন্নড় অভিনেতাকে কুপিয়ে হত্যা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ৪:৩৭ পিএম

ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির তরুণ নায়ক সতীশ বজরা খুন হয়েছেন। আরআর নগরের বাড়িতে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেছে। এরইমধ্যে এ ঘটনায় ইতোমধ্যে দুজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাদের একজন সতীশের শ্যালক। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নায়কের বাসা থেকে ভবনের মালিক রক্ত বের হতে দেখেন। সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে বাড়ির মালিক থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই আরআর নগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সতীশের মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। দুই রহস্যময় লোক তাকে আক্রমণ করেছিল বলে ধারণা করা হচ্ছে।

আরো জানা গেছে, পরিবারের অনিচ্ছায় সতীশকে বিয়ে করেছিলেন তার স্ত্রী। তাদের ঘরে এক সন্তানও রয়েছে। মাস তিনেক আগে নায়কের স্ত্রী আত্মহত্যা করেন। মেয়ের মৃত্যুর পর তার পরিবার সতীশের দিকেই অভিযোগের আঙুল তোলে। তাদের অভিযোগ, সতীশ তার স্ত্রীকে নির্যাতন করত।

এদিকে পুলিশের ধারণা, বোনের মৃত্যুর প্রতিশোধ নিতেই সতীশের শ্যালক সুদর্শন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ বর্তমানে অভিনেতার আত্মীয়দের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

এদিকে তরুণ চিত্রনায়কের মৃত্যুতে শোক প্রকাশ করছে কন্নড় সিনেমা অঙ্গনের অনেকে। ‘লাগোরি’র মাধ্যমে নায়ক হিসেবে অভিষিক্ত হলেও সতীশ বেশকিছু সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। পেয়েছেন পরিচিতিও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ