Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

‘তার দলের সব ঘরে বইশা ফাটাইয়া ফেলতেছে’ সিসিক মেয়র আরিফকে বললেন প্রধানমন্ত্রী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ৩:০২ পিএম

সিলেটের বন্যা দূর্গত এলাকা পরিদর্শন শেসে সার্কিট হাউসে এক বৈঠক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীকে উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ‘তার দলের কেউ আসে নাই, তার দলের সব ঘরে বইশা ফাটাইয়া ফেলতেছে সব। উনিই বলুক তার দলের কাছ থেকে কি পাইছে আমরা শুনি।’ এরপর সিলেটের বন্যা পরিস্থিতি তুলে ধরে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা সম্পর্কে অবগত করে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী বক্তব্য প্রদান করেন। মেয়র জানান- সিলেটের কয়েকটি এলাকা দিয়ে আকস্মিক পানি ঢুকে নগর ডুবে যায়। এজন্য শহর রক্ষা বাঁধের প্রয়োজন। ১৫ কিলোমিটার এলাকায় শহর রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান। এসময় প্রধানমন্ত্রী দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। পূর্ব নির্ধারিত সফরসূচীর অনুযায়ী, আজ সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও তৎসংলগ্ন এলাকার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে বন্যা পরিস্থিতি অবলোকন করেন তিনি। এসময় তাকে বহনকারী হেলিকপ্টার ‘লো ফ্লাই মোড’ বজায় রেখে উড়েছিল। পরিদর্শন শেষে সকাল ৯টা ৫৫ মিনিটে শেখ হাসিনা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। এরপর তিনি লালগালিচা দিয়ে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন। সকাল ১০টায় সিলেট সার্কিট হাউসের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী, যেখানে বিভাগীয়ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এর আগে সকাল ৮টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দুইটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর সফর সঙ্গি ছিলেন, তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশমন্ত্রী, পানি সম্পদ উপমন্ত্রী, আ্ওয়ামীলীগের কেন্দ্রিয় প্রভাবশালী নেতা জাহাঙ্গিও কবির নানক, মির্জা আজম, আহমদ হোসেন ্ও সুজিত রায় নন্দি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব,প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, এসএসএফের মহাপরিচালক, সামরিক সচিব, একান্ত সচিব-১, ব্যক্তিগত ডাক্তার, পিজিআরের কমান্ডার, এডিসি, প্রধামন্ত্রীর প্রটোকল অফিসার-১, বিটিবির ক্যামেরা পার্সন ও ৪ জন মিডিয়া সদস্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ