Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই শিলছড়ি ৪২বছরের পুরাতন বাজার মসজিদটি পাহারধস ও প্রবলবর্ষণে হুমকির মুখে

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ৮:০১ এএম

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪২বছরের পুরাতন শিলছড়ি বাজার মসজিদটি প্রবলবর্ষণে হুমকির মুখে।অবিরাম বৃষ্টি ও পাহাড় ধসের ফলে ওই মসজিদের পশ্চিম পাশে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। মসজিদটি ভাঙ্গরোধের জন্য সম্প্রতি গত ২বছর আগে ৫নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ হতে একলক্ষ টাকা ও এলাকার লোকজন আরোও দেড় লক্ষ টাকা সংগ্রহকরে একটি ধারক দেওয়াল নির্মাণ করে। চলমান প্রবলবর্ষণে সে দেওয়ালটিও ভেঙ্গে এখন মসজিদটি হুমকির মুখে।যে কোন সময় মসজিদটি ভেঙ্গে পাহাড়ের ঢালুতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছে এলাকার লোকজন। ভাঙনের ফলে মসজিদটির একটি পিলার মাটির উপরে দিকি বাহির হয়ে গেছে।মসজিদের ইমাম মাওলানা আরিফ হোসেন জানান নামাজ আদায় করতে গেলে ভয় হয়।কখন পুরো মসজিদটি ভেঙে পাহাড়ের ঢালুতে পরে যায়।এলাকার মুসল্লি মো.জামাল উদ্দীন, জুয়েল, মাহাবুব ও রফিক জানান আমরা মসজিদটি নিয়ে ভয়ে আছি। বর্ষের ফলে মসজিদের পশ্চিম পাশে ব্যাপক ভেঙে গেছে। আমরা মুসল্লিরা নামাজ আদায় করতে এখন ভয় পাচ্ছি। প্রশাসনকে অনুরোধ করব শিলছড়ি বাজার মসজিদটি রক্ষার জন্য অতিদ্রুত একটি রিটার্নিং ওয়াল নির্মাণ করে এটি রক্ষা করে। এ বিষয়ে ৫নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ড ইউপি সদস্য সরোয়ার হোসেন ইনকিলাবকে জানান এটি ৪২ বছরের একটি শিলছড়ি বাজার মসজিদ।চলমান প্রবলবর্ষণ ও পাহাড় ধসে মসজিদটির পশ্চিম পাশে ব্যাপক ভেঙ্গে গেছে।যেকোন মুহুতে মসজিদট বাকিঅংশ ভেঙ্গে যেতে পারে। এলাকার মুসল্লিরা নামাজ আদায় করতে এখন ভয় পায়।তাই প্রশাসন অতিদ্রুত মসজিদটি রক্ষায় একটি রিটার্নিং ওয়াল নির্মাণ করার দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ