বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারনে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-মঙ্গলমাঝি নৌরুটে ফের ফেরি চলাচল বন্ধ ঘোষণ করেছে অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আজ সোমবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোসনা করা হায়।
বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল বলেন, শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে পাঁচটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছিল। সন্ধ্যার পর নদীতে তীব্র স্রোত দেখা দেওয়ায় নৌযান ও যাত্রী নিরাপত্তায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌরুটে থাকা ফেরিগুলো দুপাড়ের ঘাটে নোঙর করা হচ্ছে।
এর আগে রোববার রাত ১০ চার দিকে নৌরুটে তীব্র স্রোতের কারণে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণার সাত ঘণ্টা পর আবারও শুরু হয় ফেরি চলাচল।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সূত্র জানান, স্রোত কমে এলে পুনরায় ফেরি সচল হবে। পারাপারের অপেক্ষায় যানবাহনের তেমন উপস্থিতি নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।