Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মা সেতুর জনসভা হবে শতাব্দীর সেরা

মাদারীপুরে বাহাউদ্দিন নাছিম

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে : | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১২:০০ এএম

আগামী ২৫ জুন বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন ও বিশাল জনসভা সফল করতে মাদারীপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির গর্ব ও সক্ষমতার প্রতীক পদ্মা সেতু উদ্বোধন ও জনসভাকে সফল করতে আমি নেতাকর্মীদের আহ্বান জানাই। সেই সাথে ঐতিহাসিক এই অর্জনকে স্মরণীয় করে রাখতে সকলের সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, পদ্মা সেতুর জনসভা হবে শতাব্দীর সেরা জনসভা। জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে নেতাকর্মীদের কাছে আহ্বান জানান। আজকের এই জনসভায় মাদারীপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মী যারা আসতে পারেন নাই। তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, বিএনপি জামাত খুনের রাজনীতি করে, যারা এই খুনের রাজনীতি করে তাদের আমরা প্রতিহত করবো।
মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ সভাপতি আজাদুর রহমান আজাদ মুন্সী, সহ সভাপতি সিরাজ ফরাজি, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইরশাদ হোসেন উজ্জ্বল, আইন বিষয়ক সম্পাদক ও ঘটমাঝি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার, মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ মোল্লা, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সেকান্দর আলী, শিবচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মুন্সি, ডাসার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন, মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রোকসানা ছুটি, যুবলীগের সভাপতি আতাহার সরদার, কৃষক লীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার, পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদার, রাজৈর পৌরসভার মেয়র আওয়ামী লীগের নেতা নাজমা রশিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ খান, ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বর্ধিত সভা পরিচালনা করেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে। অনুষ্ঠানের জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এছাড়া ফুল দিয়ে বরণ করা হয়। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা ও আমন্ত্রণ জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদ্মা সেতুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ