Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কাপাসিয়ায় মাপে কম দেয়ায় ফিলিং স্টেশন মালিককে জরিমানা

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ১০:২৪ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় ফিলিং স্টেশনে মাপে তেল কম দেয়ার অভিযোগে মালিক কে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ জুন) বিকালে কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারে মোল্লা ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমকেএম গোলাম মোর্শেদ খান।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়। অভিযানের সময় তেলের মিটার চেক করা হয়। এক লিটার তেল নিয়ে তা অন্য পরিমাপক যন্ত্র দিয়ে মাপা হয়।

সেখানে দেখা যায়, প্রতি লিটার জ্বালানিতে ১০ মিলিলিটার তেল অর্থাৎ এক লিটার জ্বালানির ১০ ভাগের এক ভাগ জ্বালানি কম দেওয়া হয়। এই কারচুপি এমনভাবে করা হয়েছে যা সাধারণ ক্রেতারা সহজে অনুমান করতে পারে না। এটা অন্যায়। এ অপরাধের কারণে মোল্লা ফিলিং স্টেশন ও এলপিজি কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের সতর্ক করা হয়েছে। ওনাদের মিটার ঠিক করতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ