Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে কোভিড-১৯ প্রতিরোধমূলক ধর্মীয় নেতাদের নিয়ে অরিয়েন্টেশন

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১২:০০ এএম

রাঙামাটির কাপ্তাইয়ে কোভিড-১৯ প্রতিরোধমূলক সম্পৃক্ত করার লক্ষে ধর্মীয় নেতাদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অরিয়েন্টেশন করা হয়েছে। গতকাল সোমবার সকালে ইউনিসেফের সহযোগিতায়, এডাবের সমন্বয়ে সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা মনীষার আয়োজনে এ অরিয়েন্টেশন করা হয়। মনীষার ভলেন্টিয়ার আসিফুল ইসলামের সঞ্চলনায় সভাপতিত্ব করেন মনীষা প্রজেক্ট ম্যানেজার আনিসুল ইসলাম তুহিন। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। প্রধান আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহ নেওয়াজ। বক্তব্য রাখেন এডাব আইএসপি রিপন চাকমা, উপজেলা ধর্মীয় নেতা মাওলানা সোলাইমান, অধ্যক্ষ ভধন্ত উত্তমালংকার ভিক্ষু ও পুরোহিত পিন্টু চক্রবর্তী। আলোচনায় কোভিড-১৯ বিষয়ে জনগনকে সচেতনমূলক কাজে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয় এবং প্রতিটি স্কুল, পাড়াকেন্দ্র এলাকায় এবং ধর্মীয় প্রতিষ্ঠানে কোভিড-১৯ বিষয়ে সচেতন করার বিষয়ে অবহিত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ