Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরুখালী বাজারের ভিটি দখলচেষ্টা

মঠবাড়িয়াা (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১২:০১ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী বাজারে গত রোববার বিকেলে ডিসিআরকৃত ভিটি দখলের চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয়। ডিসিআরের মালিক থানায় আবেদন করলে উত্তেজনা প্রশমনে কাজ বন্ধ করে দেয় থানা পুলিশ। থানায় আবেদন ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরুখালী গ্রামের মো. আবদুল গফফারের ছেলে মো. মাশরেকুল আজম (রবি) গত ২৯ এপ্রিল ’২১ তাং- মিরুখালী বাজারে ১নং খাস খতিয়ানভূক্ত ১১৮৭ দাগে ৩১ (এম)/ ২০২০-২০২১ নং ভিটির ডিসিআর গ্রহণ করেন। ০৮-০৬-২১ তারিখ ঐ ভিটিতে একটি আঁধা পাকা ঘর নির্মানের অনুমতি লাভ করেন। এরপর উক্ত জমিতে কাজ করতে গেলে প্রতিবেশী মো. মাছুম বিল্লাহ, কাজে বাঁধা দেয় এবং খুন জখমের হুমকি দেয়। মাছুম বিল্লাহ মিরুখালী গ্রামের মৃত হাজী আবুল হাসেম হাওলাদার এর ছেলে। গত রোববার মাছুম বিল্লাহ ঐ ভিটিতে পাঁকা ঘর তুলে দখলের চেষ্টা করলে প্রতিপক্ষ কাজে বাঁধা দেয়। ডিসিআরের মালিক মাশরেকুল আজম ঢাকায় অবস্থান করায় তার চাচা মো. মহিউদ্দিন আহমেদ থানায় আবেদন করলে পুলিশ আবেদনটি জিডি হিসেবে গ্রহন করে কাজ বন্ধ করে দেয়। মাশরেকুল আজম (রবি) মুঠো ফোনে জানান, তার বৈধ ডিসিআর এবং আধা পাঁকা ঘর তোলার অনুমতি থাকার পরও পাশর্^বর্তী ভূমিদস্যু মো. মাছুম বিল্লাহ তাদের অগোচরে দখলের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মো. মাছুম বিল্লাহ অভিযোগ অস্বীকার করে জানান, তিনি ঐ ভিটির বৈধ ডিসিআরের মালিক।
এ ব্যপারে থানা ওসি মুহা. নরুল ইসলাম বাদল জিডির কথা নিশ্চিত করে জানান, অপ্রিতিকর অবস্থা এড়াতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ