Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে বড়াল নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

চাটমোহর (পাবনা) সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ৮:২৫ পিএম

পাবনার চাটমোহরে বড়াল নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে গুমানী ও বড়াল নদে পানি প্রবাহিত হওয়ায় বড়ালে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। সোমবার পানির প্রবল স্রোতে চাটমোহর উপজেলার নতুন বাজার খেয়াঘাটের ব্রিজ নির্মাণকালীন চলাচলের জন্য তৈরি বাঁধ ভেঙে গেছে। এতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে বড়াল নদে। সকাল ১১ টার দিকে বাঁধটি ভেঙে যায়। ফলে চাটমোহর,ও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন জনপদে পানি ঢুকছে। নিচু এলাকায় কৃষকের পাট খেত তলিয়ে গেছে।

এদিকে উপজেলার হান্ডিয়াল,নিমাইচড়া,ছাইকোলা ও হরিপুর ইউনিয়নের নিম্নাঞ্চলে বন্যার পানি ঢুকে পড়েছে। প্লাবিত হচ্ছে রাস্তাঘাট আর ফসলি জমি। নিচু এলাকার বাড়ি ঘরেও পানি প্রবেশ করছে। চাটমোহরের মানুষের মাঝে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ জানান,‘উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদণ্ডনদীর পানি বেড়েছে। প্রতিদিনই পানি বাড়ছে। তবে মাঠে এখন পাট ছাড়া কোন ফসল নেই। পানি বাড়লে ও বন্যা দীর্ঘস্থায়ী হলে রোপা আমন ধান আবাদ ব্যাহত হবে বলে জানান এই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ