Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন: নোয়াখালীতে পুলিশের চেকপোস্টে তল্লাশি

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ৬:৫০ পিএম

যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ায় আগামী ২৫ জুন (শনিবার) বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে সরকার। ইতিমধ্যে উদ্বোধনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীসহ সেতু কর্তৃপক্ষ। সারা দেশের মানুষের দৃষ্টি এখন পদ্মাসেতু উদ্বোধনের দিকে।

পদ্মাসেতু এলাকাসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি নোয়াখালীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়ও জেলা পুলিশের উদ্যোগে ২৬টি চেকপোস্ট বসানো হয়েছে। কাউকে সন্দেহ হলেই তল্লাশি করা হচ্ছে। একই সঙ্গে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনেও তল্লাশি করা হচ্ছে।

সোমবার সকালে নোয়াখালী জেলা শহর মাইজদীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, পুলিশের একাধিক টিম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। বিশেষ করে মোটরসাইকেলে একাধিক তরুণ বা যুবককে দেখলেই থামানো হচ্ছে। বিভিন্ন প্রশ্নের পাশাপাশি সন্দেহ হলে দেহ তল্লাশিও করছে পুলিশের সদস্যরা।

জানা গেছে, আগামী ২৫ জুন বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। ওইদিন আওয়ামী লীগের উদ্যোগে জাজিরায় জনসভার আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই জনসভায় ১৫ লাখের বেশী মানুষের সমাগম হবে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য দেয়ার কথা রয়েছে। ফলে পদ্মাসেতু এলাকার পাশাপাশি সারা দেশেই সর্বোচ্চ সতর্কতা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, পদ্মা সেতু উদ্বোধনকে সামনে রেখে এ তল্লাশি ও চেকপোস্ট। যে কোন ধরনের আইন-শৃঙ্খলা পরিপন্থী বা অপ্রীতিকর ঘটনা রোধ কল্পেই চেকপোস্টে কর্মকর্তারা ফোর্স তৎপর রয়েছে। আগামী ২৫ জুন পর্যন্ত চেকপোস্টে এ তল্লাশি চলবে। জেলার ৯টি উপজেলায় ২টি করে এবং জেলা শহর মাইজদীতে আরও অতিরিক্ত দুটিসহ মোট ২৬টি চেকপোস্ট বসানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ