Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে বগুড়ায় ব্যাপক কর্মসূচি গ্রহণ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২২, ১১:০০ পিএম

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ২৫ জুন জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

জেলা প্রশাসক মো. জিয়াইল হক বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ স্বপ্নের সেতু। এই সেতু বাঙালীর অহংকার। তাই স্মরণীয়-বরণীয় করে রাখতে বগুড়ায় নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

তিনি বলেন- প্রধানমন্ত্রী ২৫ জুন সকাল ১০টায় মাওয়া ও জাজিরা প্রান্তে যখন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন, ঠিক তখন বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে বেলুন, ফেস্টুন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান বিটিভির মাধ্যমে বড় পর্দায় প্রদর্শিত হবে। এছাড়াও সন্ধ্যা ৬ টায় আলতাফুন্নেছা খেলার মাঠের মঞ্চে নাটিকা, নৃত্যও র‌্যালি ও কনসার্ট। রাত ১০ টায় বগুড়ার আকাশে আতশবাজির অপূর্ব খেলা উপভোগ করবে হাজারো মানুষ।

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবতী জানান- গুরুত্বপূর্ণ স্থানে ব্লক রেড দেয়া হবে। শহরের বিভিন্ন স্থানে তল্লাশী চৌকি বসানো হবে। নাশকতার ব্যাপারে থাকবে ব্যাপক নজরদারি। দিনভর থাকবে আনন্দ র‌্যালি, মুজিব মঞ্চে থকেবে নাটিকা, নৃত্য , কনসার্ট ও আতশবাজি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ