বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া গ্রামের দুবাই প্রবাসী মনির আহমেদ। ভুলক্রমে একই রঙের ব্যাগ বিমানবন্দরে হাতবদল হওয়ার পর বাড়ি এসে ব্যাগ খুলে তাতে প্রায় সাত লাখ টাকার স্বর্ণালংকার পান। পরে তিন দিনের চেষ্টায় ওই ব্যাগের মালিককে খুঁজে বের করে তার হাতে স্বর্ণালংকারের ব্যাগ তুলে দিলেন।
গত ১৬ জুন বৃহস্পতিবার দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে আসেন মনির আহমেদ। দেড় বছর আগে দুবাই গেছেন। ছুটি নিয়ে বাড়ি এসেছেন। বিমানবন্দরে স্ক্যানিং ম্যাশিনের আনুষ্ঠানিকতা সেরে ব্যাগ নিয়ে বাড়ি আসেন মনির আহমেদ। বাড়ি পৌঁছে বিশ্রাম শেষে হাতব্যাগটি খুলে দেখেন বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার। বিস্মিত মনির ব্যাগটি নেড়ে চেড়ে দেখেন একই ব্যাগ, তবে তার না। এবার পুরো ব্যাগটি খুলে দেখেন কোন ঠিকানা পাওয়া যায় কিনা।
ব্যাগটি তল্লাশী করে একটি বোডিং কার্ড, একটি স্বর্ণ ক্রয়ের রশিদ পান। পরে তিন দিনের প্রচেষ্টায় ব্যাগের প্রকৃত মালিককে খুজে পান। আজ রবিবার (১৯ জুন) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবে ব্যাগের মালিক মোঃ ওয়াসিমের হাতে স্বর্ণালঙ্কারসহ ব্যাগটি তুলে দেন মনির হোসেন।
মনির হোসেন বলেন, আমি যখন এয়ারপোর্টে নেমে স্ক্যানিং মেশিনের আনুষ্ঠানিকতা সারি তখন আমার ব্যাগের মতো হুবহু আরেকটি ব্যাগ নিজের মনে করে বাড়ি নিয়ে আসি। আমার নিজের ব্যাগটি এয়ারপোর্টে ফেলে আসি। তারপর টানা তিন দিন আমি বিভিন্নভাবে প্রকৃত মালিককে খোঁজার চেষ্টা করি। তার ব্যাগে রাখা বোডিং পাস ও একটি স্বর্ণক্রয়ের রশিদ পাই। সেখানে দুবাইয়ের একটি দোকানের নম্বর পাই। সেই নম্বরের সূত্র ধরে ব্যাগের মালিককে খুঁজে বের করি।
স্বর্ণালংকারসহ ব্যাগটি অক্ষত পেয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন মোঃ ওয়াসিম। দুবাইতে একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত আছেন তিনি। কয়েক বছরের জমানো টাকা দিয়ে স্ত্রী ও মায়ের জন্য স্বর্নালঙ্কার কিনে আনেন। ব্যাগ হারিয়ে খুব চিন্তিত ছিলেন। মন খারাপ হয়েছিলো । তিনি জানান, তার বাড়ি চট্টগ্রামের রাউজানের শমসেরনগর এলাকায়। ব্যাগটি হারানোর পর তিনি শাহ আমানত বিমানবন্দরে বহু খোঁজ করেন।
ব্যাগ পেয়ে আনন্দিত ওয়াসিম বলেন, এখনোভালো মানুষ পৃথিবীতে আছে। এই ভালো মানুষটি ব্যাগ পেয়ে তিন দিন ধরে আমাকে খুঁজেছেন। আজ আমার জন্য চার ঘন্টা ধরে অপেক্ষা করেছেন। আমি চট্টগ্রাম থেকে কুমিল্লায় এসে দেখি তিনি ব্যাগ নিয়ে প্রেসক্লাবে বসে আছেন। আমি ব্যাগ হাতে নিয়ে দেখি স্বর্ণালঙ্কারসহ সব কিছু ঠিক ঠাক আছে। লোভ লালসার এ যুগে মনির আহমেদ মহানুভবতার প্রতীক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।