Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগতিতে ইউপি কমপ্লেক্সের সিঁড়ির রেলিং ভেঙে আহত ৭

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ১২:০২ এএম

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চররমিজ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সিঁড়ির রেলিং ভেঙে ৭ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার বিবিরহাট সংলগ্ন চররমিজ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের দ্বিতল ভবনের সিঁড়ির রেলিং ভেঙে এ দুর্ঘটনা ঘটে। ভোটার তালিকার হালনাগাদ উপলক্ষ্যে নতুন ভোটার হতে আসা কয়েকশ’ লোকের চাপে ওই সিঁড়িটি ভেঙে পড়ে বলে জানা গেছে। আহতরা হচ্ছেন, উপজেলার চররমিজ এলাকার বাসিন্দা রাফি, একই এলাকার সুজন, আরিফ, ইমন, বাবুল, শাকিল ও রায়হান।
জানা গেছে, গত কয়েক দিন ধরে চররমিজ ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শেষে গতকাল রোববার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম চলছিল। ওই ছবি তুলতে কয়েকশ’ মানুষ কমপ্লেক্স চত্বরে জড়ো হয়। একপর্যায়ে তারা কমপ্লেক্সের দ্বিতল ভবনে উঠতে গেলে অতিরিক্ত মানুষের চাপে সিঁড়ির রেলিং ভেঙে যায়। এতে নিচে পড়ে সাতজন আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতিতে তাদের মধ্যে রাফি ও সুজন নামে দু’জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম দিদার বলেন, বারবার নিষেধ করা হলেও তা অমান্য করে অতিরিক্ত লোক সিঁড়িতে উঠলে তাদের চাপে ঘটনাটি ঘটেছে। আহতদের চিকিৎসা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তুনু চৌধুরী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ