Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাঙা বাঁশের সাঁকোর স্থানে নির্মিত হলো কাঠের সেতু

সংবাদ প্রকাশের পর

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ১২:০২ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নে বুড়াইল নদীর বঁাঁশের সাঁকো ভেঙ্গে ভেসে যাওয়ার সংবাদ প্রকাশের পর সাঁকোর স্থানে কাঠের সেতু নির্মাণ করে দিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। চলতি বছরের ২৫ মে রাতে বাঁশের সাঁকোটি বৃষ্টির পানির তোড়ে ভেঙ্গে যায়। এ সংবাদটি গত ৩০ মে দৈনিক ইনকিলাব পত্রিকায় ‘বাঁশের সাঁকো ভেঙ্গে নদীতে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে জাতীয় সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর কাছে মোবাইল ফোনে মন্তব্য চাওয়া হলে তিনি এই প্রতিনিধিকে বলেন, ওই বাঁশের সাঁকোর স্থানে ব্রিজ নির্মাণের জন্য এলজিইডিতে তালিকা দেওয়া হয়েছে। সেখানে ব্রিজ নির্মাণ করা হবে। তার আগে জনসাধারণের চলাচলের জন্য অতিদ্রুত সাঁকোা স্থানে কাঠের সেতু নির্মাণ করা হবে। প্রতিশ্রুতি মোতাবেক দুই সপ্তাহের মাথায় তিনি ভেঙ্গে যাওয়া সেই বাঁশের সাঁকোর স্থানে কাঠের সেতু নির্মাণ করে দিলেন। সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, মানুষের দুর্ভোগের কথা ভেবে কংক্রিটের খুঁটি দিয়ে বাঁশের পরিবর্তে কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ