Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে

মুরাদনগরে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ১২:০২ এএম

এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, মুরাদনগরও পিছিয়ে নেই। দেশের সাথে সমানতালে এগোচ্ছে মুরাদনগর উপজেলা। উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, আমি এমপি হওয়ার পর মুরাদনগরে ৮ মেঘাওয়াট বিদ্যুৎ ছিল, আর এখন ৫২ মেঘাওয়াট। সামান্য কিছু মানুষ বিদ্যুতের আওতায় ছিল, এখন শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো জড়াজীর্ণ অবস্থায় ছিল, আমি এসে দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ভবনের ব্যবস্থা করেছি। রাস্তা-ঘাটের বেহাল দশা আজো আমার চোখে ভাসে, এখন বড় বড় সকল রাস্তার কাজ প্রায় শেষ করেছি। বর্তমানে গ্রামের ছোট ছোট রাস্তার কাজগুলো হাতে নিয়েছি, অচিরেই সেগুলো সম্পন্ন হবে। রাস্তার পাশাপাশি অসংখ্য ব্রিজ-কালভার্ট করা হয়েছে।
এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন শনিবার বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর (পরমতলা) ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, থানার ওসি আবুল হাসিম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম রাজীব, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার।
সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবদুল কাদির, সাবেক চেয়ারম্যান আবুল হাসেম, ইউপি সচিব নাঈম সরকার, উপজেলা যুবলীগের সদস্য শাহজাহান খান বাবুল, উপজেলা কৃষকলীগের সাবেক সদস্য সচিব আবু ইউসুফ খোকন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত চৌধুরী ও সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ