রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মামলার সাত দিনের মাথায় প্রতিপক্ষ হাবিবুল্লাহ গং হামলা চালিয়ে ব্যবসায়ী আবু বক্কর দিদ্দিককে কুপিয়ে গুরুতর জখম করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার রঘুনাথপুর বাজারে। রঘুনাথ পুর বাজারের ব্যবসায়ী নারিশ পোল্ট্রি এন্ড হ্যচারির ঠিকাদার সোলায়মান ও তার সহযোগী ব্যবসায়ী আবুবক্কর সিদ্দিকের সাথে একই প্রতিষ্ঠানের সাবেক ঠিকাদার হাবিবুল্লাহ গংদের বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত ১৪ নভেম্বর শনিবার প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষ হাবিবুল্লাহ গং জোরপূর্বক মেসার্স সোলায়মান এন্টারপ্রাইজের ট্রাক বোঝাই ৪ লাখ টাকার মাল এলাঙ্গী ব্রীজের উপর থেকে খীরু নদীতে ফেলে দেয়। এ ঘটনায় ১৫ নভেম্বর সোলায়মান বাদি হয়ে হাবিবুল্লাহসহ ৫ জনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা করেন। মামলার ৭ দিনের মাথায় প্রতিপক্ষ হাবিবুল্লাহ গং মঙ্গলবার রাতে রঘুনাথপুর বাজারে ব্যবসায়ী ঠিকাদার সোলায়মান ও আবু বক্কর সিদ্দিকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে আবুবক্কর সিদ্দিকে দু’হাত পায়ে গুরুতর জখম করে। গুরুতর আহত ব্যবসায়ী আবুবক্করকে স্থানীয় বাজারবাসী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মামলার তদন্তকারী অফিসার এস আই রফিকুল ইসলাম জানায়, রাতেই ওসি স্যারকে নিয়ে ঘটনাস্থলে আসামী গ্রেফতারের অভিযান চালানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।