Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় হামলা, গুলিবিদ্ধসহ আহত ৩

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফরিদগঞ্জে এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদ করায় প্রতিবাদকারীদের উপর হামলা ও গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সৈয়দ আহাম্মদ (৫২) নামে একজন গুলিবিদ্ধহসহ তিন জন আহত হয়েছে। এসময় একটি রাম দা উদ্ধার করে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে। আহত সৈয়দ আহাম্মদ জানায়, ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান খাজে আহাম্মদ ভূঁইয়ার ছেলে আলাউদ্দিন (২৪) সহ তিন যুবক একই এলাকার দশম শ্রেণির এক ছাত্রীকে গত মঙ্গলবার বিকালে শ্লীলতাহানী করে। ঘটনা দেখে তিনিসহ স্থানীয় লোকজন এর প্রতিবাদ করে। এর প্রেক্ষিতে আলাউদ্দিন ভূঁইয়া ও যুবলীগ নেতা এমরান ভূঁইয়া তার লোকজন নিয়ে রাত ৯টার দিকে রামপুর বাজারে তাদের ওপর হামলা করে। এসময় তারা পিস্তল দিয়ে তাদের ওপর গুলি ছুড়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এসময় তিনি গুলিবিদ্ধ হওয়া ছাড়াও তার  ছেলে আলাউদ্দিন (২৭) এবং মহিউদ্দিন (৫৫) আহত হয়। আহতরা জানায়, হামলাকারীরা প্রায় ২০ রাউন্ড গুলি ছুড়ে। রামপুর বাজারের ব্যবসায়ী আ: রশিদ ও আবু তাহের কালু জানান, বাজারে তারা গুলির আওয়াজ শুনেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, সৈয়দ আহাম্মদ নামে একজন হাতে গুলিবিদ্ধ হয়। এছাড়া আরো দুইজন আহত হয়। তাদেরকে চাঁদপুর রেফার করা হয়েছে। ঘটনার ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, গুলির বিষয়টি তারা এখনো নিশ্চিত নয়। তবে ঘটনার সংবাদ পেয়ে পুলিশ রামপুর বাজারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এসময় একটি রাম দা উদ্ধার করার কথা স্বীকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ