Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটকে দুর্গত এলাকা ঘোষনার দাবী জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২২, ৬:৩৮ পিএম | আপডেট : ৬:৪৫ পিএম, ১৯ জুন, ২০২২

স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে সিলেট ও সুনামগঞ্জে। বন্যা আক্রান্ত হয়ে দুর্ভোগে রয়েছেন সিলেট ও সুনামগঞ্জ জেলায় প্রায় কোটি মানুষ। সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর, সিলেট সদর ও সুনামগঞ্জের ১১ উপজেলাকে বন্যা দুর্গত এলাকা ঘোষনার দাবি জানিয়েছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ।

আজ রবিবার (১৯ জুন) আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ আবু ফাহিম আজাদ সুমন ও সাধারণ সম্পাদক এন এম ময়না এক বিবৃতিতে জানান, গত বৃহস্পতিবার থেকে টানা বর্ষন ও ভারতের মেঘালয়-আসাম থেকে নেমে আসা ঢলে সিলেট ও সুনামগঞ্জ প্লাবন দেখা দিয়েছে। চারদিকে শুধু পানি আর পানি। বাড়ি ঘরের কোন চিহ্ন নেই। হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে রয়েছে, গবাদিপশু ভেসে যাচ্ছে। কয়েক লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে তাদের বাড়িতে যাওয়ার কোন ব্যবস্থা নেই। লক্ষ লক্ষ টাকার গোলা ভরা ধান পানিতে তলিয়ে গেছে।
অবিলম্বে ওই সব এলাকাকে দুর্গত এলাকা ঘোষনা করে তাদেরকে উদ্ধার করে সরকারিভাবে ঔষুধপত্র, শুকনো খাবার বিতরণ করার জোর দাবি জানান। পাশাপাশি বন্যা আক্রান্ত প্রতিটি পরিবারকে সেনাবাহিনীর মাধ্যমে সরকারিভাবে বিনা সুদে ৫ লক্ষ টাকা ঋণ দেওয়ার জোর দাবি জানান, যাতে তারা ঘরবাড়ি মেরামতসহ খাবার সংগ্রহ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ