রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দুপচাঁচিয়া থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানার আসামিসহ ৪ জনকে আটক করেছে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাতে বগুড়ার ডিবি পুলিশের একটি দল সদরের ধাপহাট এলাকায় অভিযান চালায়। এ সময় বম্বপাড়ার বাদশা সেকেন্দারের পুত্র রাকিবুল হাসান সোহাগ (২২) কে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে পলিথিনে মোড়ানো ১শ’ পিচ ইয়াবা উদ্ধার করেন। এ সময় তার সাথে অপর একজন সঙ্গী থাকার কথা স্বীকার করে। এ ব্যাপারে ওই রাতেই ডিবি এসআই আলমঙ্গীর হোসেন বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। অপরদিকে দুপচাঁচিয়া থানা পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানামূলে জিয়ানগরের মৃত মোহাম্মদ আলীর পুত্র গোলাম মোস্তফা, মৃত ময়ের আলীর পুত্র জিয়া ও ডিমশহরের মৃত দয় প্রামানিকের পুত্র আনছের প্রামানিক (৬০) কে আটক করেছে। আটককৃতদের গতকাল বুধবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।