Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুপচাঁচিয়ায় আটক ৪

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দুপচাঁচিয়া থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানার আসামিসহ ৪ জনকে আটক করেছে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাতে বগুড়ার ডিবি পুলিশের একটি দল সদরের ধাপহাট এলাকায় অভিযান চালায়। এ সময় বম্বপাড়ার বাদশা সেকেন্দারের পুত্র রাকিবুল হাসান সোহাগ (২২) কে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে পলিথিনে মোড়ানো ১শ’ পিচ ইয়াবা উদ্ধার করেন। এ সময় তার সাথে অপর একজন সঙ্গী থাকার কথা স্বীকার করে। এ ব্যাপারে ওই রাতেই ডিবি এসআই আলমঙ্গীর হোসেন বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। অপরদিকে দুপচাঁচিয়া থানা পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানামূলে জিয়ানগরের মৃত মোহাম্মদ আলীর পুত্র গোলাম মোস্তফা, মৃত ময়ের আলীর পুত্র জিয়া ও ডিমশহরের মৃত দয় প্রামানিকের পুত্র আনছের প্রামানিক (৬০) কে আটক করেছে। আটককৃতদের গতকাল বুধবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ