Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছেই, বিলীন হচ্ছে বসতভিটা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২২, ২:৩৬ পিএম

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পানি বৃদ্ধির ফলে শাহজাদপুর ও চৌহালী উপজেলায় আবারও শুরু হয়েছে নদীভাঙন। ধসে গেছে রাউতারা বাঁধসহ অন্তত ১৫টি বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি।

এরই মধ্যে গত ১২ ঘণ্টায় যমুনা নদীর পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে আজ রোববার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে জেলার কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। এরই মধ্যে এ পাঁচ উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল বন্যাকবলিত হয়ে পড়েছে। ফলে, বন্যাকবলিত এলাকার মানুষেরা ছুটছে নিরাপদ আশ্রয়ে।

এদিকে, পানি বৃদ্ধির ফলে গতকাল শনিবার বিকেলে শাহজাদপুরের রাউতারায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত বালুর বাঁধ ধসে গেছে। এতে প্লাবিত হয়েছে বাথানভূমিসহ বিস্তীর্ণ এলাকা। একই সঙ্গে উপজেলার কৈজুরী ইউনিয়নে চলছে তীব্র নদীভাঙন। এ ছাড়া চৌহালী উপজেলার বাগুটিয়া ইউনিয়নের নদীভাঙনও থামছে না। গত ২৪ ঘণ্টায় এ দুই এলাকার অন্তত ১৫টি বসতভিটাসহ বিস্তীর্ণ ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানিয়েছেন, আরও অন্তত তিন দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। পানি উন্নয়ন বোর্ড চৌহালী ও শাহজাদপুরের ভাঙন রোধে কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা পরিস্থিতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ