Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট ও সুনামগঞ্জের পানিবন্ধী মানুষের পাশে দাঁড়ান : মাওলানা হামিদী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২২, ১২:৫৮ পিএম

ভারী বর্ষণ ও আসাম থেকে আসা পাহাড়ি ঢলে বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে সিলেট, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলা। পানিবন্ধী লাখ লাখ বনি আদম। প্রথম বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতে আবারো বিপর্যস্ত এই জনপদ। তাই সরকার- সুশীল সমাজ ও বিত্তবানদের কে আর্তমানবতার সেবায় সর্বাত্মকভাবে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিবছর সীমান্ত এলাকাগুলো ভারতীয় বন্যার মাধ্যমে বিপর্যস্ত হয়ে পড়ে।এথেকে পরিত্রানের জন্য সরকারকে আশু পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। পাশাপাশি, বর্তমানে বন্যাকবলিত জেলাগুলোতে বিনামূল্যে পর্যাপ্ত ঔষধ, ত্রাণ, স্বেচ্চাসেবকসহ প্রয়োজনে সেনা- নৌ বাহিনী ও বিজিবি মোতায়েন করে উদ্ধার কাজকে ত্বরান্বিত করার জন্য এবং এটিকে জাতীয় দূর্যোগ ঘোষণা করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ