Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ডোমারে ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

ডোমার (নীলফামারী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২২, ৯:১৩ পিএম

নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে লিখন চন্দ্র রায় নামের ষষ্ট শ্রেনীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ই জুন) সকাল ৭ টা ৩০মিনিটে সোনরায় ইউনিয়নের বড়গাছা গ্রামের রেল লাইন পারাপারের সময় ওই এলাকার মানিক চন্দ্র রায়ের ছেলে লিখন চন্দ্র রায়(১১) চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী বলেন, গত তিনদিন ধরে লাইন পাড়া মন্দিরে সনাতন ধর্মালম্বীদের হরিনাম সংকির্ত্তন চলছিলো। আজ শনিবার ভোরে শেষ হয়েছে। সেখানে আনন্দ উল্লাসে অত্র এলাকার মানুষজনের ঠিকমত ঘুম হয়নি। হয়তো লিখন রেল লাইনে বসে থাকা অবস্থায় ঘুম ঘুম ভাব ছিল। ফলে এ দূর্ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী রেললাইনে কাটা পড়ে লিখনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ