Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরনগরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরি সভা অনুষ্ঠিত

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২২, ৭:৫০ পিএম | আপডেট : ৮:৩১ পিএম, ১৮ জুন, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন শনিবার বিকেলে উপজেলা প্রশাসনিক ভবন মিলয়াতনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেনের সভাপতিত্বে বন্যার পূর্ব ও পরবর্তী পরিস্থতি মোকাবেলায় করণীয় নিয়ে এ সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। এ সময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি ডাঃ উদ্দিন আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ তানভীর হাসান,উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল মিয়া, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণজ্যোতি, সাংবাদিক মোরাদ মৃধা, বরুণ কান্তি সরকার, মানিরুল হোসাইন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, ব্যাবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, মাসজিদের ইমামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলার সরকারের সক্ষমতা রয়েছে। তবে আমাদের সবাইকে সম্মিলিভাবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করতে হবে। এসময় তিনি উপজেলা প্রশাসনকে জরুরি ভিত্তিতে বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে উপজেলায় মনিটরিং কমিটি গঠন করার নির্দেশ দেন। বন্যা পরিস্থিতিতে মোকাবেলায় স্বাস্থ্য সেবা, সুপেয় পানি, শুকনো খাবার পর্যাপ্ত পরিমাণে আছে কি-না সে বিষয়ে তৎপর হওয়ার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ