Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুখালীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় হামলা

আহত ৩ আটক ৬

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২২, ১২:০২ এএম

মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কালপোহা গ্রামের বিজয়ী তালা মার্কার ইউপি সদস্য সায়েম ওরফে সোহেল মেম্বার একই ওয়ার্ডের পরাজিত ফুটবল মার্কার সদস্য প্রার্থী শাহাদাত মোল্লার দুই সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে। এতে তিনজন আহত হয়। আহত হারুন সেখ এর অবস্থা গুরুতর হওয়ায় মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। রাতেই ওই পক্ষ ৯৯৯তে কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সায়েম আহম্মদ মেম্বার, রেজাউলসহ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাত থেকেই ওই গ্রামে পুলিশ মোতায়ন রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৫ জুন বুধবার মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের সাধারণ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়। নির্বাচন পরবর্তী নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী মো. সায়েম ওরফে সোহেল মেম্বার ও তার ভাই উজ্জল ও রেজাউলের নেতৃত্বে শতাধিক লোকজনের একটি দল ১৬ জুন রাত আনুমানিক সাড়ে ১১টায় পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থক কালপোহা গ্রামের কালাম মোল্লা ও বাসার মোল্লার বাড়ি ঘর ভাঙচুর করে। পরে উভয়পক্ষের মধ্যে রাতে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। রাতেই পুলিশ মোতায়েন করা হয়।

মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই খায়রুল আলম জানান, এ বিষয়ে শুক্রবার মধুখালী থানায় আব্দুল সালাম মাস্টার বাদী হয়ে সায়েম ওরফে সোহেল মেম্বারসহ ৯ জন এবং অজ্ঞাত আরো ১৮০ জনকে আসামী করে মধুখালী মামলা দায়ের করেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ